ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাট অগ্রগামী মডেল কেজি স্কুলের বই বিতরণ

বার্তাকক্ষ
জানুয়ারি ৪, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, হবিগঞ্জ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ অগ্রগামী গণপাঠাগারের সহযোগী প্রতিষ্ঠান অগ্রগামী মডেল কেজি স্কুলের প্রথম বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ (জানুয়ারী) শনিবার অগ্রগামী মডেল কেজি স্কুল প্রাঙ্গণে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে ও নালমুখ অগ্রগামী গণপাঠাগার ও মডেল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ছিদ্দিকুর রহমানে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সৈয়দ সইদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানিয়াচং ফাজিল ডিগ্রি মাদ্রসার আরবী প্রভাষক মুফতি মুজিবুর রহমান খাঁন আল ক্বাদেরী, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন,
মাস্টার আবুল হোসেন,চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট সমবায়ী ফারুক আহমদ, ডাঃ সিরাজুল ইসলাম, অগ্রগামী গণপাঠাগারের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ইকবাল,মোঃ শফিকুর রহমান খাঁন,সুজন মিয়া, মাওলানা আইয়ুব আলী, যুবদল নেতা ওয়াহিদুর রহমান সায়েম,মোঃ দুলাল মিয়া প্রমুখ।

বক্তারা অগ্রগামী মডেল কেজি স্কুলের ভূয়সী প্রশংসা করে বলেন, এই এলাকার জন্য একটা মডেল কেজি স্কুল সময়ের দাবী ছিল। এই স্কুলের প্রতিষ্ঠাতা যারা আছেন তারা যদি ত্যাগ স্বীকার করেন তাহলে সাফল্য আসবে এটা নিশ্চিত।
লেখা পড়ার সার্বিক মান উন্নয়নের জন্য এই স্কুলে বাচ্চাদের ভর্তি করতে এলাকার অভিভাবকদের অনুরোধ জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।