রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার হয়েছে। আজ ৬ জানুয়ারি সোমবার রংপুর সদর উপজেলার সদ্যপুস্কনি ইউনিয়নের জানকি ধাপেরহাট মাদ্রাসা পাড়া এলাকার একটি পুকুর থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। সোমবার সকালে এলাকাবাসী ওই কিশোরের লাশ পুকুরে দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পুলিশ জানান, লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। হাত-পা বাঁধা অবস্থায় লাশটি ছিল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।