ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

প্রতিদিন বাংলাদেশ
জানুয়ারি ৯, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদিন ডেস্ক

পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দেড়টার পর থেকে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। ‘যতক্ষণ ইনসাফ প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন’ বলে ঘোষণা দিয়েছেন তারা। এসময় তাদেরকে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘বিডিআর না বিজিবি, বিডিআর বিডিআর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে। অবরোধের কারণে শাহবাগ মোড়ের আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে যানজট। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বিডিআর পরিবারের সাথে একাত্মতা পোষণ করে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা আর হচ্ছে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।