হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে দেশী-বিদেশী মদ, পাসপোর্ট, স্মার্টফোন ও জাল টাকা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার ১০ জানুয়ারি দিবাগত রাত সেনাবাহিনীর ১৭ এফএনআইইউর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এফএস সৈনিক সিরাজ এবং ল্যাঃ কর্ণেল শামীম গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ ইবি বানিয়াচং আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাপ্টেন আশিকের নেতৃত্বে নবীগঞ্জ পৌর এলাকার ০৯নং ওয়ার্ডের পূর্ব তিমিরপুর গ্রামে মতব্বির মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুর রহমান (২৯) ও তার তথ্য অনুযায়ী নবীগঞ্জ পূবালী ব্যাংকের অপর পার্শে থাকা মদের পাট্টা থেকে রমাকান্ত গোপ (৩৫) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশী মদ ২টি বড় সিগনেচার ৭৫০ এমএল, ৫টি ছোট সিগনেচার ৫০০ এমএল, ২টি রয়েল ৫০০ এমএল, ২টি ওল্ড মন্ড ১০০০ এমএল, ৫টি ব্লাঞ্চার ৫০০ এমএল, দেশীয় ১৩৫০ (৫ ব্যারেল) লিটার ও মদ বিক্রি করার ৭০০টি প্লাস্টিকের খালি বোতল, ৭টি স্মার্ট ফোন, ৫টি পাসপোর্ট, নগদ ২৬৩০ টাকা ও ১০০০ টাকার দুটি জাল নোট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন পূর্ব তিমির পুর গ্রামের মতব্বির মিয়ার ছেলে শফিকুর রহমান (২৯) ও মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত রবীন্দ্র গোপ ঠাকুরের ছেলে রমাকান্ত গোপ (৩৫)। বানিয়াচং আর্মি ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত মদ ও যাবতীয় মালামালসহ আটককৃত দুইজনকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উদ্ধারকৃত মদের মধ্যে সরকার অনুমোদীত মদ ও রয়েছে এবং দুইজনের নামে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।