বাবলু আচার্য্য, মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর রাত ১০ টায় শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউপির মাজদিহি গ্রামের মহসিন মিয়ার বসত ঘরে ভিকটিম (১৪)কে জোরপূর্বক ভাবে ফুরকান মিয়ার ছেলে শিপন মিয়া (২২), কুটি মিয়ার ছেলে মহসিন মিয়া (৩৫) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে থানার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেপ্তার করেছে। বিকালে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।