গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুরে জমি বন্দকের নামে প্রতারণার ফাঁদে ফেলে ৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে ওসমান গনি সরকার। জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র সুন্দরগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক ওসমান গনি সরকার ৭৬ শতক জমি বন্দক দেওয়ার কথা বলে একই ইইনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ্জামানের পুত্র গোলাম রব্বানী মন্টুর নিকট থেকে ৫ লক্ষ টাকা গ্রহণ করেন। টাকা প্রদান করার পর চাষ জন্য জমি বুঝিয়া চাইলে জমি বুঝিয়া না দিয়ে ৭ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেয়। সাত দিন পর জনতা ব্যাংক লক্ষীপুর শাখা, গাইবান্ধা হিসাব নং ০১০০১৫৮৫৩৪৩৭৬ এর একটি চেকে ৫ লক্ষ টাকা লিখে দেয়। চেক নং এসবি ৬০০৬৬৫০৪১৯৫। উক্ত চেক দিয়ে ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কতৃপক্ষ জানান একাউন্টে পযার্প্ত টাকা নেই। ব্যাংক থেকে ফেরত আসার পর ওসমান গনির নিকট টাকা চাইলে তিনি দেই দিচ্ছি বলে তাল বাহানা করতে থাকে। এরই এক পর্যায়ে হঠাৎ ওসমান গনি সরকার এলাকা থেকে গা ঢাকা দেয়। ভুক্তভোগী গোলাম রব্বানী বলেন, আমার প্রতিবেশি মৃত নয়া মিয়ার পুত্র রফিকুল ইসলাম ও কাপাশিয়া ইউনিয়নের ফজলার রহমানের পুত্র তারা মিয়ার সঙ্গে যোগসাজস করে আমার নিকট থেকে ৫ লক্ষ টাকা গ্রহণ করে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। ফলে তিনি আর্থিক ভাবে নিঃস্ব হয়েছে। ওসমান গনি এলাকার অনেক শিক্ষিত বেকার যুবদেরকে চাকরি দেয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওসমান গনি সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। রফিকুল ইসলাম এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।