ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

শায়েস্তাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
জানুয়ারি ২৩, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ণ
Link Copied!



শায়েস্তাগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৫ উদ্বোধন হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলা পরিষদ মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা যুবদলের আহবায়ক জালাল আহমেদ।
উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, জেলা পরিষদের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ ফরহাদ, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক শফি কাইয়ূম, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের আহবায়ক প্রভাষক কামরুল হাসান রিপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল জলিল, সদস্য সচিব ফাহিন হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ আহমেদ সোহেল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সল আহমেদ রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ মাসুক, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল রউফ, শামীম আহমেদ নাছির, যুবদল নেতা মোঃ শাহ আলম, জাহেদুল ইসলাম জাহেদ, আহমদ আলী, জুলহাস আহমেদ, রিপন মিয়া, শেখ মাহফুজ আহমেদ, নুর আলম, শাহ আলম, আরিফ খাঁন, মিজানুর রহমান, সজিব, রোমান প্রমুখ। এছাড়া যুবদল, ছাত্রদল নেতাকর্মীসহ তৃণমূল পর্যায়ের লোকেরা খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় নছরতপুর একাদশ ও পাওয়ার হিটার কদমতলী প্রতিদ্বন্দ্বিতা করে। এতে জয়লাভ করে নছরতপুর একাদশ। বিকাল বেলায় নিজগাও একাদশ ও বড়চর একাদশ এর মধ্যকার খেলায় বিজয়ী হয়েছে বড়চর একাদশ। আজ সকালে তালুগড়াই ড্রিম ইলিভেন বনাম ইলিভেন ষ্টার ও বিকালে সার্কেল ১৩ বনাম লিজেন্ডস ক্রিকেটার খেলবে।
এ টুর্ণামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করেছে। ৩১ জানুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।