ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

পঞ্চগড়ে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপনের উদ্বোধন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

পঞ্চগড় সদর উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামে বোরো ধানের চারা রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী। সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুবত চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী,ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান প্রমূখ। উল্লেখ্য যে, ২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ঘাটিয়া পাড়া এলাকায় ৫০ একর জমিতে উফশী জাতের বোর ধানের চারা রোপন করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।