ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

বাহুবলে জামায়াত সেক্রেটারীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

বার্তাকক্ষ
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি মিনারা বেগম। তিন মহিলা জামায়াতের উপজেলা বিভাগের দায়িত্বশীল ছিনেন। মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।

নিহতের স্বামী জানান, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে নিহতের স্বামী উপজেলায় সরকারী পোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে।

খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুৃল ইসলাম, ইউএনও গিয়াস উদ্দীন ঘটনাস্থলে পৌঁছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।