জসিম উদ্দিন, চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের ইছালিয়া ছড়া (গোবরখলা মৌজা) নামক স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়৷
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ ঘটিকায় যৌথ এ অভিযান পরিচালনা করেন মোহাম্মদ রবিন মিয়া, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার এবং মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট।
অভিযান পরিচালনাকালে ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ২০ টি মেশিন এবং আনুমানিক ৪০০০ ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়৷
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷
উপজেলা নির্বাহী অফিসার,মোহাম্মদ রবিন মিয়া সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে৷
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।