ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

বুলডোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ- মাওলানা মুখলিছুর রহমান

বার্তাকক্ষ
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, হবিগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা আমীর মাওলানা মুখলিছুর রহমান বলেন, বাংলাদেশে বুলডোজারের সংস্কৃতি চালু করেছে আওয়ামী লীগ। বিগত ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদ বুলডোজার দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান, দলীয় কার্যালয় এমনকি কবর পর্যন্ত ভাংচুর করেছে। বালুর ট্রাক দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করে দেওয়ার সংস্কৃতিও এদেশে আওয়ামী লীগ চালু করেছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও কেউ রাজনৈতিক প্রতিহিংসা শিকার হবে না। জামায়াতে ইসলামী এদেশে একটি নতুন ধারার মুক্ত চেতনার রাজনীতি চর্চার পথ তৈরি করতে চায়। প্রতিটি মানুষকে তার মতপ্রকাশের পাশাপাশি স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করতে চায়। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এদেশের মানুষ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র পাবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়ন অফিস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলার ১ নং গাজিপুর ইউনিয়নের উদ্যোগে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি জেলার সহকারী সেক্রেটারী ও ৫ নং ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যাকাত এবং ওশর রাষ্ট্র কর্তৃক আদায় হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে সুদমুক্ত বাংলাদেশ গঠন হবে। সুদ ব্যবস্থায় মানুষ শোষিত হয়। যাকাত ব্যবস্থায় মানুষের সম্পদের পরিশুদ্ধতা হয়। সম্পদ পরিশুদ্ধ হলে জীবনের সব কিছুই পরিশুদ্ধ হয়।

ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম সাজলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ ইদ্রিস আলী, সেক্রেটারি মীর সাহেব আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এমদাদুল হক চৌধুরী, মাওলানা শেখ রায়হান উদ্দিন ও এস এম নোমান আহমেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, চুনারুঘাট উপজেলা সভাপতি এডভোকেট খলিলুর রহমান, ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল আলী শাহিন, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তফা হোসাইন মস্তু, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম কাজল, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান শিবলী ভূঁইয়া। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মারুফ আহমেদ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।