ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

সাতছড়ি জাতীয় উদ্যানে পানি ও খাদ্যসংকট, লোকালয়ে বানর

জামাল হোসেন লিটন
মার্চ ৪, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

 জামাল হোসেন লিটন

হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের বানরগুলো চরম খাদ্য সংকটে পড়েছে। বনের ভেতর পর্যাপ্ত পানি ও খাদ্য না থাকায় খাবার খেতে বানরগুলো চলে আসছে লোকালয়ে।
স্থানীয়রা জানান, সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসা পর্যটক দেখলে ইদানীং বানরগুলো খাবার খেতে গাছ থেকে নেমে পড়ছে। বিশেষ করে খাবারের দোকান, ত্রিপুরা পল্লীর প্রবেশ পথ, সাতছড়ি মসজিদের পাশে যেখানে মানুষের সমাগম সেখানে বানরগুলো নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।

এ ছাড়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক পারাপার হওয়ার সময়ও অনেক বানর প্রাণে মারা যাচ্ছে আবার অনেক বানর পঙ্গু হয়ে যাচ্ছে। বিশেষ করে শীত মৌসুম এলেই বনে দেখা যায় চরম খাদ্য সংকট।
সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসা পারভেজ বলেন, ‘উদ্যানের বানরগুলো সবার কাছে খাবার চাচ্ছে দেখে আমার ছোট মেয়েটি বানরকে একটি কলা দিল। বানরটি কলা নিয়ে খেলো।

দেশের এত বড় জাতীয় উদ্যান এখানে কোনো ফলের গাছই চোখে পড়ে না।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।