ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটে মানসিক ভারসাম্যহীন পাগলকে প্রকাশ্য পেটালেন তিন ভাই ভিডিও ভাইরাল

জসিস উদ্দিন
মার্চ ১৩, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাটে বাবাকে ধাক্কা দেয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন পাগল কে বেধড়ক পিটিয়ে আহত করেছে তিন ছেলে।বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৬টার দিকে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের আসামপাড়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তাৎক্ষণিক ভাইরাল হয়। ভিডিও ভাইরালের পর ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম ব্যবহারকারীরা।
হামলার শিকার মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিচয় জানা যায়নি। ভারসাম্যহীন কোনো মানুষের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। চুনারুঘাট থানার ইনচার্জ নুর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে ভিডিও প্রেরণ করলে অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত হন। স্থানীয়রা জানান, আসামপাড়া বাজারের বাসিন্দা আব্দুল মোতালিবের সঙ্গে ধাক্কা লাগে পাগলের। তবে এতে উক্ত ব্যক্তির তেমন গুরুতর কিছুই ঘটেনি। তবুও ক্ষিপ্ত হয়ে তার ছেলে ব্যবসায়ী বকুল, মুকুল ও শেকুল লাঠি দিয়ে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বেধড়ক পিটায়। এতে পাগলের চিৎকারে আশপাশের লোকজন এসে রক্ষা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আলম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। কিন্তু পুলিশ পৌঁছানোর খবর পেয়েই হামলাকারীরা দোকানপাট লাগিয়ে পালিয়ে যান। তবে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।