প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাটে আট বস্তায় সত্তর কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জানা গেছে, শুক্রবার (২০ ডিসেম্বর) চুনারুঘাট সাতছড়ি বিওপিথর একটি বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গারো টিলা এলাকায় আট বস্তায় সত্তর কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৫ হাজার টাকা। এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।