রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় হেরোইন বহনের অভিযোগে দায়ের করা মামলায় সোহেল রানা (৪১),আবুল কালাম আজাদ (৩৭) ও আসাদুল ইসলাম (৩২) নামে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতিকুর রহমান এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। দন্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা , আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) ও মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম। অপরদিকে, শরিফুল ইসলাম ও আনারুল ইসলাম নামে দুইজনকে আদালত খালাস দেন। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৬ জুলাই র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের বিনিময় পেট্রোল পাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে কয়েকটি ট্রাকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে একটি ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ট্রাক মালিক সোহেল রানা, চালক আবুল কালাম আজাদ ও হেলপার আসাদুল ইসলামকে আটক করে র্যাব। এ ঘটনায় এসআই আব্দুল কাদের বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।