ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
আজকের সর্বশেষ

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর, সদস্য সচিব হাসান

বার্তাকক্ষ
মে ১৪, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

চয়ন কুমার রায়,লালমনিরহাট

আনিছুর রহমানকে (ভিপি আনিছ) আহ্বায়ক এবং হাসান আলীকে সদস্য সচিব করে গঠিত লালমনিরহাট জেলা যুবদলের পাঁচ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

সোমবার ১২ মে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন করেন ।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাতে এই তথ্য জানানো হয়।

লালমনিরহাট বিএনপির জেলা যুবদলের নতুন কমিটিতে এছাড়াও নাজমুল হুদা লিমন, জাহাঙ্গীর আলম আনন্দ এবং মিজানুর রহমান লাভলুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।