কোম্পানীগঞ্জ (সিলেট) সংবাদদাতা :
সিলেটের কোম্পানীগঞ্জে ৬৪০ পিস ইয়াবা ও ১৫৬ বোতল বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- আপ্তাব আলী (৬৫) ও তার স্ত্রী আঙ্গুরা বেগম ওরফে বড়মা (৪৮)।
থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোর রাতে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনানের নেতৃত্বে একদল পুলিশ ভোলাগঞ্জ আদর্শগ্রামে মাদক বিক্রেতা আপ্তাব আলীর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আপ্তাব আলী ও তার স্ত্রী পালাতে চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের বসত ঘর থেকে ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এগুলো বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলো বলে তারা জানায়।
ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।