বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২৩ মে, ২০২৫ ঈসায়ী, শুক্রবার, বাদ জুমআ, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন ও অফিস সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোসলেহ উদ্দিন কাওছার-কে সভাপতি, হাসান আহমদ-কে সাধারণ সম্পাদক, সরকার মুহাম্মাদ নূর উদ্দিন-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি আতিকুর রহমান বাপ্পী, মাহদি হাসান, সহ সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আকরাম সারওয়ার, সহ-প্রচার সম্পাদক যুবায়ের আহমদ, সিদ্দিকুর রহমান, মাহদী হাসান (২), অর্থ সম্পাদক আবু সুফিয়ান, অফিস সম্পাদক রবিউজ্জামান, সহ-অফিস সম্পাদক মো. বখতিয়ার হোসেন, মো. আমিনুল এহসান, প্রশিক্ষণ সম্পাদক মাবরুর হাসান সাদী, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ আজহার, খালেদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদ সামাদ জামী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল-মুমিন, সায়েম সিদ্দিকী, তামিম আহমদ, আব্দুল্লাহ মামুন, মহীউদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফাহিম ফয়সাল, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুর রহমান জামী, জুনায়েদ আহমদ, রুম্মানুজ্জামান রুমান, তানভীর আহমদ রাহী, মো. সাদিক আহমদ আফসার, আব্দুল্লাহ আল মাহমুদ, সদস্য- আব্দুস সামাদ শিপন, শায়েদ মুস্তাফিজ ওমী, ইব্রাহীম আলী, সৈয়দ ইবরাহিম, মাহবুবুর রহমান,রেদওয়ান আহমদ, সাদিকুর রহমান, মঈজ উদ্দিন খান, হুসাইন আহমদ, রুমেল আহমদ, আব্দুর রহমান, আনসার আহমদ, মাহদি হাসান তাহমিদ, কামরুল বকস।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।