ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
আজকের সর্বশেষ

চুনারুঘাটের তহশিলদার মইনুল ইসলাম সোহেল সততার সাথে কাজ করছেন

বার্তাকক্ষ
মে ২৯, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

চুনারুঘাট উপজেলার বিশগাওঁ তহশিল অফিসের তহশিলদার মইনুল ইসলাম সোহেল সততা ও দক্ষতার সাথে কাজ করছেন। তিনি দীর্ঘদিন ধরে ঐ অফিসের সেবাপ্রার্থীদের কার্যক্রম করছেন। গত গত বৃহস্পতিবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকর, দৈনিক আজকের হবিগঞ্জ ও দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকায় মইনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে ভিন্ন ভিন্ন শিরোনামে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়। সংবাদে যাদের নাম পরিচয় দিয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে দাবী করে সংবাদ প্রকাশ করা হয়।অভিযোগকারীদের নজরে আসলে তারা বলেন আমরা তহশিলদারের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে কোন অভিযোগ করিনি। চুনারুঘাট উপজেলার মহদির কোনা গ্রামের মৃত আঃ শহিদ এর ছেলে মোঃ রুয়েল মিয়া জানান গত ২৮মে তারিখে মাননীয় জেলা প্রশাসক হবিগঞ্জ বরাবরে দাখিল কৃত অভিযোগ সম্পর্কে আমি কিছুই জানিনা,এমন কি আবেদন এ সাক্ষরকৃত আমার সহোদর ভাই জুয়েল মিয়া দীর্ঘদিন যাবত প্রবাসে অবস্থান করছে। প্রবাসে থাকাবস্থায় কি করে আবেদন এ সাক্ষর প্রদান করেন, এতে প্রতীয়মান হয় যে কারো ব্যক্তি স্বার্থে এই আবেদন করেন এবং ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মইনুল ইসলাম সোহেলের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। উল্লেখিত নাম জারি আবেদন নং ৩৩৪৭২৩৭ এর আবেদন কারী আমি ও আমার সহোদর ভাই জুয়েল মিয়া। এই নামজারীর জন্য আমি বা আমার ভাই জুয়েল মিয়া তহশিলদার মইনুল ইসলাম সোহেল কে কোন প্রকার টাকা পয়সা দেই নি বা তিনি দাবী ও করেন নি। অপর অভিযোগ কারী উপজেলার আমুরোড বাজারের ব্যবসায়ী সোহেল মিয়া বলেন আমি জেলা প্রশাসক বরাবরে কোন অভিযোগ দেই নি। অভিযোগকারী চুনারুঘাট উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ তালুকদার বলেন আমার নাম ঠিকানা দিয়ে যারা অভিযোগ করেছে আমি তাদের শাস্তি ও বিচার চাই। অভিযোগ কারী উপজেলার বনগাওঁ গ্রামের হাজী মোঃ আজগর আলী মাষ্টার বলেন উল্লেখিত ভূয়া আবেদন এ সাক্ষর করি নাই। ভূয়া আবেদন কারীর শাস্তি চাই। অভিযোগ কারী ২নং আহমদাবাদ ইউনিয়ন বি,এন,পির শামীম আজাদ বলেন উল্লেখিত আবেদন এ আমি সাক্ষর করি নাই। তহশিলদার এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়,অভিযোগটিতে আমাকে অভিযোগকারী হিসেবে আমার নাম উল্লেখ করা হয় অথচ আমি অভিযোগ সম্পর্কে কিছুই জানি না। অভিযোগ টি শতভাগ ভূয়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।