চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকসির মিয়া ওরফে ভিসি আকসির (৪০)-কে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। মঙ্গলবার (৩ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। ছাত্র-জনতার ওপর হামলাকারী ভিসি আকসির গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকার বালু সিন্ডিকেট ও এলাকায় চোরাকারবারিদের নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুর আলম
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।