শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি :
বুধবার ২৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ও বিকাশ লিমিটেড এর সার্বিক সহযোগিতায় পুলিশ লাইন্স ড্রিলসেডে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ এস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম
উক্ত কর্মশালায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম এফ এস ব্যবহার করে বিভিন্ন অপকৌশলে প্রতারক চক্র সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। অপরাধী চক্র সম্পর্কে তথ্য কীভাবে কাজে লাগিয়ে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায়, সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে তদন্ত কর্মকর্তাগণ গ্রাহকের হারানো টাকা অনুসন্ধানের কৌশল, ডিজিটাল লেনদেন মনিটরিং এর মাধ্যমে অনলাইন জুয়া, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জেলা পুলিশ, সাতক্ষীরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তবে এসব প্রতারণা থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সকলকে সচেতন হতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) শেখ ইমরান হোসেন, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর,সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এসিস্ট্যান্ট ম্যানেজার সুজয় রায়, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এসিস্ট্যান্ট ম্যানেজার আজিজ আহমেদ,এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এসিস্ট্যান্ট ম্যানেজার হোসাইন মোঃ ফয়সাল সহ সাতক্ষীরা জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।