ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ

সাতক্ষীরা প্রেসক্লাবে হামলায় ডিবিসি ও বেতারের সাংবাদিকসহ আহত ১০

বার্তাকক্ষ
জুন ৩০, ২০২৫ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেস ক্লাবে সাধারণ সভায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি ও বাংলাদেশে বেতারের প্রতিনিধিসহ অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ ঘটনা পর প্রেস ক্লাবের সামনে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে বলে জানান সাতক্ষীরা থানার ওসি শামীনুল ইসলাম।
আহতরা হলেন- বাংলাদেশ বেতারের সাংবাদিক ও প্রেস ক্লাবের একপক্ষের সভাপতি আবুল কাশেম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, ভোরের আকাশের আমিনুর রহমান, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, দৈনিক অনির্বানের সোহরাব হোসেন, আসাদুজ্জামান, তৌফিকুর রহমান লিটু, সোহরাব সবুজ, রমজান, রেজাউল ইসলাম বাবলু। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।