ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ

‎হুসাইনি চেতনা ধারণ করে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে ‎—মনজুরুল করিম মহসিন

বার্তাকক্ষ
জুলাই ৪, ২০২৫ ৫:০০ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ
‎বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, আশুরার তাৎপর্য কুরআন ও হাদীসে সুনিপুণভাবে বর্ণনা রয়েছে। এই দিনে মহান আল্লাহ আসমান সৃষ্টি করেছেন এবং এই দিনে কিয়ামতও সংগঠিত হবে। এদিনে জলীলুল কদর নবী-রাসূলগণের সাথে তাৎপর্যপূর্ণ ঘটনাবলী ঘটেছে। তবে আশুরার দিনটির তাৎপর্য আরও বর্ধিত হয়েছে এদিনে হযরত হুসাইন রা. এর শাহাদাতের মাধ্যমে। তিনি তাঁর নানাজান হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তথা ইসলামকে আল্লাহর যমীনে বুলন্দ রাখার জন্য এদিনে কারবালার ময়দানে শাহাদাতবরণ করেন। তিনি পাপিষ্ঠ ইয়াযীদকে শির দিয়েছেন কিন্তু তার কাছে মাথা নত করেননি। তাঁর শাহাদাত আমাদের জন্য একটি শিক্ষা। কেননা তাঁর শাহাদাত হক ও বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করেছে। সেজন্য আমাদেরকে হুসাইনি চেতনা ধারণ করে বাতিলের মোকাবেলায় দৃঢ়সংকল্পবদ্ধ হতে হবে।

‎০৩ জুলাই ‘২৫, বৃহস্পতিবার, বিকেলে নগরীর একটি অভিজাত রেস্তোঁরায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নারায়ণগঞ্জ জেলা আয়োজিত ‘আশুরার ইতিহাস ও কারবালার শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরাফাত হোসাইন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মো. নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আজির হোসেনের যৌথ সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছার, নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মো. কামিল হোসাইন।

‎এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি ফয়জুল ইসলাম, আবুল ফজল, ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক সরকার মুহাম্মাদ নূর উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক শাহ আতিকুর রহমান কাওছারী, রাফি উদ্দিন তাওহীদ, অর্থ সম্পাদক আব্দুল গফফার, প্রশিক্ষণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।