চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ এর চুনারুঘাটে দুই প্রবাসী ভাইয়ের বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করেছে এলাকার কুখ্যাত মাদক সম্রাট ফয়সাল ও তার লোক জন।
জানা যায় গত শনিবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার ২নং আহমদাবাদ ইউনিয়ন ঘনশ্যাম পুর গ্রামের প্রবাসী বিল্লাল মিয়া ও সায়েদ মিয়ার বাড়ীতে হামলা চালায় ছোট ভাই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ফয়সল মিয়া ও তার লোক জন।
এসময় হামলা কারীরা দুই প্রবাসী ভাইয়ের বাড়ীতে লাগানো সি সি ক্যামেরা ভাংচুর, ও বাড়ীঘর ভাংচুর করে। হামলাকারীরা লুটপাট করে। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রবাসী বিল্লাল মিয়া ও সায়েদ মিয়া জানান দীর্ঘদিন ধরে আমাদের ছোট ভাই ফয়সল মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা তার এ মাদক ব্যবসায় বাধা দিলে সে বেপরোয়া হয়ে উঠে এসব কর্মকান্ড চালাচ্ছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।