ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

ধর্ষণের দায়ে ১০০ বছরের জেল সমকামী যুগলের

প্রতিদিন বাংলাদেশ
ডিসেম্বর ২৬, ২০২৪ ৫:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক 

দত্তক পুত্রদের ধর্ষণ ও অত্যাচার করতেন নিয়মিত। সেই অপরাধে ১০০ বছরের কারাদণ্ডের সাজা পেলেন সমকামী দম্পতি। আমেরিকার জর্জিয়ায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। এক সমকামী দম্পতিকে তাদের দত্তক পুত্রদের যৌন নির্যাতনের দায়ে এই শাস্তি দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত ওই সমকামী দম্পতিরা হলেন উইলিয়াম ডেল এবং জ়্যাচারি জ়ুলক। বাড়ির ভিতরেই আস্ত একটা জেলখানার পরিবেশ তৈরি করেছিলেন এই যুগল। অভিযোগ, দত্তক সন্তানদের উপর যৌন নির্যাতন চালানোর পাশাপাশি সেই ঘটনার ভিডিয়ো করে রাখতেন তাঁরা। এমনকি বাড়িতে অন্য বন্ধুবান্ধব ডেকে এনে বসানো হত শিশু নির্যাতনের আসর।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে একটি শিশু যৌন নির্যাতন মামলার অনুসন্ধান চালাতে গিয়ে এই দুই অপরাধীর সন্ধান পায় জর্জিয়ার ‘ব্যুরো অফ ইনভেস্টিগেশনের চাইল্ড এক্সপ্লয়টেশন এবং কম্পিউটার ক্রাইম’ বিভাগ। তারা বিষয়টি জানায় ওয়ালটন কাউন্টি পুলিশকে। তদন্তে নেমে পুলিশ একটি গুগ্‌ল অ্যাকাউন্টের সন্ধান পায় যাতে প্রচুর পরিমাণে শিশু এবং কিশোরের যৌন নির্যাতনের ছবি এবং ভিডিয়ো জমা করা হয়েছিল। সেই সূত্র ধরেই উইলিয়াম ডেল এবং জ়্যাচারি জ়ুলকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে শিশু নির্যাতন ও ধর্ষণের প্রচুর ভিডিয়ো পান তদন্তকারী আধিকারিকেরা।

সংবাদমাধ্যমে বলা হয়েছে ৩৬ বছর বয়সি জ়্যাচারি ব্যাঙ্ককর্মী ও ৩৪ বছরের উইলিয়াম সরকারি কর্মচারী। আটলান্টার একটি সম্ভ্রান্ত পাড়ায় দুই দত্তক সন্তান নিয়ে একটি সুখী পরিবারের মতো থাকত এই সমকামী যুগল। প্রতিবেশীরা ঘুণাক্ষরেও টের পাননি সুখী পরিবারের মুখোশের আড়ালে চলছে এই নারকীয় ঘটনা। নিজের বিকৃত কামনা চরিতার্থ করতেই এই দম্পতি খ্রিশ্চান দত্তক সংস্থা থেকে দুই শিশুকে দত্তক নেন বলে অভিযোগ। যাদের বয়স বর্তমানে ১০ ও ১২।

২০২২ সালে এই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলার রায় দিতে গিয়ে বিচারক জানিয়েছেন নিজেদের বিকৃত যৌন লালসাকে প্রাধান্য দিতে গিয়ে তাঁরা সব কিছু ভুলে গিয়েছেন। মামলার রায় দিতে গিয়ে আদালত তাঁদের ১০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।