চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাট প্রেসক্লাবের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন – চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নুরুল আমীন, মুহিদ আহম্মদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, এস এম সুলতান খান, মনিরুজ্জামান তাহের, ওয়াহিদুল ইসলাম জিতু, নুর উদ্দিন সুমন, মিজানুর রহমান মিজান, সুমন মিয়া, শেখ শাহজাহান জলি, শেখ হারুনুর রশিদ, শংকর শীল, মিজানুর রহমান উজ্জ্বল, নোমান মিয়া, মাসুদ আলম, তোফাজ্জল মিয়া, জসিম মিয়া, রাজিব আহমেদ প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চুনারুঘাট উপজেলাকে একটি সুন্দর উপজেলা হিসাবে গড়ে তোলার চেষ্টায় কাজ করে যাবো এবং প্রেসক্লাবের সুপরামর্শে চলার চেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গত ২১ আগষ্ট বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন। তিনি পূর্বে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।