ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ

চাটপাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ছবক অনুষ্টান-২৫ অনুষ্ঠিত

বার্তাকক্ষ
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জসিম উদ্দিন, চুনারুঘাট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী চাটপাড়া ফাযিল ডিগ্রি মাদরাসায় আয়োজিত ২৩ সেপ্টেম্বর ২৫ মঙ্গলবার আলিম ১ম বর্ষের সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । মাদরাসার সুনামধন্য অধ্যক্ষ মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদরাসার সভাপতি ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি পদপ্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও প্রাক্তন ছাত্র মাওলানা ইদ্রিস আলী, চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা ইমদাদুল হক চৌধুরী, অত্র মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ওবায়দুর রহমান,অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ । অত্র মাদ্রাসার সভাপতি তার বক্তব্য বলেন, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ কথা বলেন এবং শিক্ষার্থীদের দ্বীনি ইলম অর্জনের জন্য আন্তরিক হওয়ার আহবান জানান। মাদ্রাসায় ভালো সরকারি ভবন না থাকায় শিক্ষার্থীদের বসার সমস্যা হচ্ছে, তাই তিনি উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিল্ডিং সমস্যার সমাধানে আন্তরিক চেষ্টা চালিয়ে যাবেন। নবীন আলিম শিক্ষার্থীদের সবক প্রদান করেন এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।