নিজস্ব প্রতিবেদক।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমুরোড বাজারের মাদক ব্যবসায়ী এমরান ইয়াবাসহ গ্রেফতার হয়েছে কয়েক বার। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় তিনি ক্ষুব্ধ ও ঈর্ষান্বিত হয়ে এখন সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছেন।
স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনাকে নিন্দা জানিয়ে বলেন— সত্য সংবাদ প্রকাশের কারণে একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিকদের সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় সাংবাদিকরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।