জসিম উদ্দিন, চুনারুঘাট
চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম ও স্বদেশ প্রত্যাবর্তন করায় ২জন গুনীজনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গুনীজনরা হলেন, কাতার প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মাহমুদুল হাসান শিবলী ভুঁইয়া ও আলতাফ হুসাইন সবুজ।
বৃহস্পতিবার ২অক্টোবর সন্ধ্যায় ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয় জারুলিয়া বাজারে এক ব্যতিক্রমী এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন জামায়াতে ইসলামী। ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সাজল এর সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক নেতা সিরাজুল ইসলাম কাজল। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ফজলুর রহমান, কাইয়ুম মাস্টার ও আব্দুর রহিম কাজল সহ অনেকেই।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,
“সমাজের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাঁরাই প্রকৃত গুণীজন। আজ যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে, তাঁরা নীরবে সমাজে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন। এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
অনুষ্ঠান শেষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।