চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার জোয়ালভাঙ্গা চা বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আঃ সহিদ (৩৭)। তিনি উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের ছাবু মিয়ার ছেলে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) জানান, আ: সহিদ একজন প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে ওই নারী মামলা করলে তিনি এলাকা থেকে পালিয়ে যান। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে জনতার সহযোগিতায় জোয়াল ভাঙ্গা চা বাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া শহীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মদ্যপান, নারী নির্যাতন, ধর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।