ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

রংপুরে বিহারিদের চার দফা দাবিতে প্রতীকী অনশন

বার্তাকক্ষ
ডিসেম্বর ২৯, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বিভাগীয় প্রতিনিধি,রংপুর

দেশে আটকে পড়া পাকিস্তানি জনগোষ্ঠীদের (বিহারি) সংগঠন স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) রংপুর শাখার আয়োজনে চার দফা দাবিতে ঘণ্টাব্যাপী প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ২৯ ডিসেম্বর রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এ প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জসিম উদ্দিন বলেন, আমরা এই দেশের নাগরিক, আমরা ভোটার হয়েছি, ভোট দিয়েছি। কিন্তু ৯ ফুট বাই ৯ ফুট রুমের ভেতরে পরিবার নিয়ে ৩ থেকে ৪ জন করতে হয়। অনশন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন রংপুর শাখার সভাপতি মো. শরফুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম প্রমুখ। বক্তারা বলেন, রংপুরে উর্দুভাষীরা (বিহারি সম্প্রদায়) স্বাধীনতার পর থেকে ১১টি ক্যাম্পে বসবাস করছেন। ঝুপড়িতে স্ত্রী, সন্তান ও পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করছে। বিহারি জনগোষ্ঠীর বাসস্থান সমস্যার সমাধান করে সরকারিভারে পুনর্বাসন করাসহ চার দফা দাবি জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।