ঢাকামঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ

হবিগঞ্জের আকিজ কোম্পানীর গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ নিহত- ৪

বার্তাকক্ষ
ডিসেম্বর ৩১, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির হোসেন, হবিগঞ্জ থেকে সংবাদদাতা

হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানীতে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় ওই উপজেলার ডুবাঐ বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ,ফয়সাল ও মিজান গাজী।
স্থানীয় বাসিন্দা তোফাজ্জল ইসলাম জানান, অনেক দিন যাবত কোম্পানীর গ্যাস লাইনে সমস্যা হচ্ছিল, সোমবার ও লাইনে সমস্যা হয়েছে। মঙ্গলবারে মেরামত করতে আসছিলেন কতৃপক্ষ এতে বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল নবীগঞ্জের এএসপি জহিরুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে আকিজ কোম্পানীতে একটি গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান মিজান ও গাজী। তাদের মরদেহ বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।এ ঘটনা আরো ২জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।