ঢাকাবৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

ছাতকে লিজ ছাড়াই বালু উত্তোলন ও বিক্রি করছে প্রভাবশালী মহল

বার্তাকক্ষ
জানুয়ারি ২, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!


সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টারঃ


সুনামগঞ্জ জেলার ছাতকে বিভিন্ন বালু মহলে সরকারি লিজ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক চলছে। একটি প্রভাবশালী মহল সোনাই নদী, চেলা নদী, মরা চেলা, চলিতার ঢালা, পিয়াইন নদী থেকে প্রতি রাতে সরকারি কর ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন ও বিক্রি করছে। রাতের বেলায় ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন কোয়ারির নদীর তলদেশ থেকে বেশ কয়েকটি স্ক্যাভেটর বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে নদীর উভয় পাড়ের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা পড়েছে হুমকির মুখে। নদীর তলদেশ থেকে নদীর পাড়ে ট্রাকভর্তি করে বালু নিয়ে যেতে নদী গুলোর বিভিন্ন স্থানে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরী করেছে আরো একটি চক্র। তারা তাদের নির্মিত রাস্তা ব্যবহারের জন্য ট্রাক প্রতি ট্যাক্স আদায় করছে। এভাবেই সরকারি লিজ বহির্ভূত স্থান, নদী-ঢালার বালু মহাল
থেকে রাতে-রাতে বালু উত্তোলন করা হচ্ছে। সাধারণ মানুষের বাড়ি ঘর ভেঙ্গে পড়লেও তারা কেউ বাঁধা দিতে পারছেনা এ প্রভাবশালী সিন্ডিকেটকে। নদীর পাড়ের বাসিন্দাদের দাবি বর্ষা মৌসুমে বালু উত্তোলন করলে তাদের তেমন ক্ষয় ক্ষতি হয়নি। হেমন্তে নদীর তলদেশ শুকিয়ে গেছে এখন নদী থেকে বালু উত্তোলন করলে পাড়ের ঘর-বাড়িতে এর প্রভাব পড়বে। নদীর পাড় ভেঙ্গে যায় এতে ক্ষতিগ্রস্ত হন দুই পাড়ের বাসিন্দারা। তারা জানান, স্ক্যাভেটরের শব্দে রাতে ঘুমাতেও কষ্ট হয় তাদের। এব্যাপারে প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকার বলে এসব এলাকার বাসিন্দারা জানান। ইসলামপুর ইউনিয়নের সৈদাবাদ, রহমতপুর, নোয়াকোট, হাদা
গনেশপুর, পান্ডব, বৈশাকান্দি, পুরান নোয়াকোট, বাহাদুর পুর গ্রামের লোকজন জানান, প্রশাসনের লোকজনকে ম্যানেজ করেই বালু খেকো চক্র এই তান্ডব চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা তাদেরকে বাঁধা দেয়ার সাহস পায় না। এই চক্র খুবই শক্তিশালী। ২৯ ডিসেম্বর স্থানীয় রফিক মিয়ার একটি স্ক্যাভেটর বালু উত্তোলনকালে পুলিশ আটক করলেও অদৃশ্য কারণে তা ছেড়ে দেয়া হয়। থানার পাশেই চেলানদীর চৈকিত্তা এলাকায়ও বালু উত্তোলন হচ্ছে
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি ) আবু নাছের জানান, ছাতক ছাড়াও কয়েকটি এলাকা দোয়ারাবাজারের আওতায় রয়েছে। আমরা বালু উত্তোলনে বাঁধা দিয়ে যাচ্ছি।
একাধিকবার অভিযান চালিয়ে বালু উত্তোলনের সাথে জড়িতদের ও তাদের সাথে থাকা সরঞ্জামাদি আটক করা হয়েছে। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।