চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়েছে ডাকাতদল। জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়আব্দা গ্রামের ও নালমুখ বাজারের স্বর্ণ ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন (৪৮) ও তার ছেলে মোঃ রাকিব হোসেন রাকিব (২২) নালমুখ বাজার থেকে বাড়ী ফেরার পথিমধ্যে বড়আব্দা গ্রামের মফিল মিয়ার বাড়ীর সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা ডাকাতদলের সদস্য বড়আব্দা গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে লুতু মিয়া (৩৫) ও ভূইয়াতলী গ্রামের মোঃ ছত্তর মিয়ার ছেলে ফয়ছল মিয়া (২৬) তাদের গতিরোধ করে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় আহতদের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।