ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

একসঙ্গে অভিষেক-ঐশ্বর্যা, সম্পর্কের সমীকরণ কি বদলাচ্ছে?

প্রতিদিন বাংলাদেশ
জানুয়ারি ৪, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিদিন ডেস্ক

ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে সরগরম বলিউড। এ দিকে বর্ষবরণের জন্য দম্পতি সপরিবার বিদেশে ছিলেন। সম্প্রতি তাঁরা মুম্বই বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হয়েছেন।

‘যিনি গোমাংস খান তিনিই রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত!’ অভিজিতের নিশানায় এ বার রণবীর গত কয়েক মাস অভিষেক-ঐশ্বর্যাকে তেমন একটা একসঙ্গে দেখা যায়নি। গত বছর অম্বানীদের বিয়ের অনুষ্ঠানেও বচ্চন পরিবারের সঙ্গে ছিলেন না ঐশ্বর্যা।

তিনি মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা ভাবে অনুষ্ঠানে উপস্থিত হন। তার পর থেকেই দম্পতির বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়। গত বছর সমাজমাধ্যমে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত একটি পোস্টে লাইক করেন অভিষেক। তার পরে আবার নেটাগরিকদের একাংশ ঐশ্বর্যার সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেন। তবে শনিবার নেটদুনিয়ায় যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন ঐশ্বর্যা। তাঁদের পিছনে রয়েছেন অভিষেক। বেরিয়ে আসার পর অভিষেককে ঐশ্বর্যার জন্য গাড়ির দরজা খুলতেও দেখা যায়। তার পর গাড়ির সামনের আসনে গিয়ে বসে অভিষেক।

অভিষেক এবং ঐশ্বর্যার এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই হাঁপ ছেড়েছেন দম্পতির অনুরাগীরা। তাঁদের একাংশের মতে, একসঙ্গে ঘুরতে যাওয়ার অর্থ, সম্পর্ক জোড়া লাগছে। কোনও সমস্যা থাকলে নিশ্চয়ই তাঁরা একসঙ্গে নববর্ষ উদ্‌যাপন করতেন না। এক অনুরাগী লেখেন, ‘‘অনেক দিন পর আপনাদের একসঙ্গে দেখে ভাল লাগছে।’’ অন্য একজনের প্রশ্ন, ‘‘যাঁরা এঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিলেন, তাঁরা কোথায়!’’

২০০৭ সালে অভিষেকের সঙ্গে এশ্বর্যার বিয়ে হয়। চার বছর পর ঐশ্বর্যার কোলে আসে আরাধ্যা। বিবাহবিচ্ছেদের গুঞ্জন প্রসঙ্গে এখনও দম্পতি প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে আপাতত তাঁদের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।