প্রতিনিধি, হবিগঞ্জ
বানিয়াচংয়ে এক রাখালের লাঠির আঘাতে মোঃ তারিকুল মিয়া (১১) নামে এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদরের গুইংগাজুড়ি হাওড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলা সদরের ০৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া গ্রামের নুর মিয়ার ছেলে মোঃ তারিকুল মিয়া (১১)। অভিযুক্ত ব্যক্তি একই ইউনিয়নের তাতারী মহল্লা গ্রামের মৃত: নিধান মিয়ার ছেলে ইরফান মিয়া (৫০)। জানা যায়, ৫ ই জানুয়ারী রবিবার দুপুরে গুইংগাজুড়ি হাওড়ে কৃষক নুর মিয়ার ছেলে তার টমেটো বাগানে কাজ করা অবস্থায় গরু রাখাল ইরফান মিয়ার একটি গরু টমেটো বাগানের গাছ খেয়ে ফেলে। এতে করে তারিকুল মিয়া গরুটি’কে লাঠি দিয়ে আঘাত করে। এটি দেখে গরু রাখাল ইরফান মিয়া দৌড়ে এসে রাগান্বিত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে মোঃ তারিকুল মিয়ার মাথায় সজোড়ে আঘাত করলে ঘটনাস্থলে মোঃ তারিকুল মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক অবস্থায় ঘাতক ইরফান মিয়াই মোঃ তারিকুল মিয়াকে বানিয়াচং উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার এসআই আউয়াল এর সাথে কথা হলে তিনি জানান, হাসপাতাল থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে তবে ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছকৃতভাবে হত্যা করা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।