ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন ত্রি-বার্ষিক সাধারণ সভা

বার্তাকক্ষ
জানুয়ারি ৭, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা ইউনিটের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যাান্ড এলাকায় ম্যানিলা কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু।

সভায় বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ ইউনিটের সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক লায়ন সিরাজুল ইসলাম, বিএডিসি বীজ ডিলার এসোসিয়েশনের চেয়ারম্যান আমিনুর রহমানসহ অন্যান্যরা। 

সভা শেষে লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।