ঢাকামঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

ধুনটে স্বপ্নসেবার সম্মাননা প্রদান

বার্তাকক্ষ
জানুয়ারি ৭, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিনিধি,ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনটে সামাজিক সংগঠন স্বপ্নসেবার উদ্যোগে “জীবনের জন্য রক্ত-২০২৪” সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ জানুয়ারি রক্তদান ও মানব সেবায় অনন্য ভূমিকা রাখায় তিনজন স্বেচ্ছাসেবককে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবছর এই সম্মাননা লাভ করেন ফরহাদ হোসেন, মোমিন মন্ডল ও শাহীন শেখ নীরব। তাঁরা রক্তদান ও সামাজিক কর্মকাণ্ডে অসামান্য অবদান রেখে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক ড.মোঃ সাজ্জাদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম.আর.টি আরজু। এসময় অতিথিরা এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করে রক্তদানের গুরুত্বের উপর আলোচনা করেন। স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “মানবতার সেবায় যারা এগিয়ে আসেন, তারা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আরও মানুষকে রক্তদান ও সমাজসেবায় উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠানে স্বপ্নসেবা সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসন, দপ্তর সম্পাদক এস এম আরিফুল আমিন, গণমাধ্যম ও মিডিয়া উপকমিটির সমন্বয়ক শাহরিয়ার সুমন, সদস্য নিত্যানন্দশীল ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।