ঢাকাবুধবার , ৮ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ

গাইবান্ধায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বার্তাকক্ষ
জানুয়ারি ৮, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শাহাদৎ হোসাইন

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো মাদকবিরোধী প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। এতে জয়পুরহাটকে ৪-০ গোলে হারিয়েছে গাইবান্ধা দল। গত ৭ জানুয়ারি মঙ্গলবার বিকালে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ফুটবল ম্যাচের আয়োজন করেন জেলা প্রশাসন ও গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানের সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহ নেওয়াজ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ও বিআরটিএ সহকারী পরিচালক রবিউল ইসলাম। পরে গাইবান্ধা জেলা দল ও জয়পুরহাট জেলা দলের মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জয়পুরহাটকে ৪-০ গোলে হারায় গাইবান্ধা জেলা দল। গাইবান্ধার হয়ে দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন হাবিবা। এছাড়া আসমা ও রাত্রি একটি করে গোল করেন। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।